
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ইসমত আরা জাহান এর বাড়ি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, নারীর ক্ষমতায়নের অগ্রদূত, বিশ্ব মানবতার নেত্রী,গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার ইসমত আরা জাহান।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম।
তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা জোছনা বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লুতফুন্নাহার, লাউর ফতেহপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক তাছলিমা, নিয়তি মেম্বার, খালেদা মেম্বার, নার্গিস বেগম, রনু ঋষি, শেফালী বেগম প্রমুখ।