
মোঃ আখতারুজ্জামান,ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়ন শাখার কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গড়েয়া ডিগ্রী কলেজ হলরুমে গড়েয়া ইউনিয়ন শাখার কৃষক লীগের আহ্বায়ক সেলিম রেজার সভাপতিত্ত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী।

গড়েয়া ইউনিয়ন শাখার কৃষক লীগের সদস্য সচিব প্রকাশ রায়ের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ.স.ম গোলাম ফারুক রুবেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা শাখার কৃষক লীগের সভাপতি পবারুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদ আহাম্মেদ চৌধুরী (রিংকু), সাংগঠনিক সম্পাদক সরকার আসাদুজ্জামান বাবু, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান (দুলাল), সাধারণ সম্পাদক রইছ উদ্দীন (সাজু) সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ স্বেচ্ছাসেবকলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা সুমন ইসলাম তুর্য্য’র শুভেচ্ছা বক্তব্যের পরে এ সময় বক্তারা বলেন, কৃষক লীগ হচ্ছে বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী সংগঠন, কৃষকলীগ হচ্ছে কৃষকদের সুখ-দুঃখের একটি জায়গা।
কৃষকলীগ সহ অন্যান্য সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য ওতপ্রোতভাবে নির্দেশ প্রদান করেন বক্তারা।
পরবর্তীতে ভোটের মাধ্যমে বাংলাদেশ কৃষকলীগ ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩ নং গড়েয়া ইউনিয়নের সভাপতি হিসেবে সেলিম রেজা ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ রায়কে নির্বাচিত করা হয়।