
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের ঘিওরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
কর্মসূচী অনুযায়ী সকালে ঘিওর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পূণঃরায় দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই- এর সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি এ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ ইকরামুল ইসলাম খবির, যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ আতোয়ার রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংগ্রহণ করেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি তিনি পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর মুক্তিলাভ করেন। এরপর তিনি পাকিস্তান থেকে লন্ডনে যান। সেখান থেকে ভারতের দিল্লী হয়ে ঢাকা ফেরেন বঙ্গবন্ধু। দিবসটি উপলক্ষে প্রতিবছর বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচী পালন করে থাকে।