
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রায় ৮ বছর পর মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বিকেলে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ( বিজয় মেলা মাঠ) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি ও এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, এ্যাডভোকেট সানজিদা আক্তার এমপি, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালামের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এমপি, মমতাজ বেগম এমপি প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য পূণঃ সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সালামের নাম ঘোষণা করা হয়।