ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় প্রতিবন্ধী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন ও ডেলিভারী বেড বিতরণ করা হয়।
মঙ্গলবার (৬ ডিসেম্বর ঠাকুরগাঁও) সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদস সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট. অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশীদ, ঠাকুরগাঁও জেলা আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা কৃষকলীগের সভাপতি পবারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, কমিউনিটি কিনিকের প্রতিনিধি, হুইল চেয়ার গ্রহণকারি ও বিভিন্ন স্কুলের বাইসাইকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলায় এডিবি ও জাইকার অর্থায়নে ২২টি ইউনিয়নের মধ্যে ৬৫টি বাইসাইকেল, ৩৫টি হুইল চেয়ার ও ৩৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে উন্নতমানের ২১টি ডেলিভারী সেট ও একটি করে টেবিল বিতরণ করা হয়।