
মজিদ খান, সোনারগাঁও (নারায়ণ গঞ্জ) প্রতিনিধি: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩) ডিসেম্বর দুপুর তিনটায় সোনারগাঁ উপজেলা কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ শামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণ গঞ্জ (৩) আসনের সাবেক সংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামদা আক্তার ফেন্সি, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি সোহেল রানা,ডেপুটি কমান্ডার ওসমান গনি, সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম শামসু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক এমএ জামান,কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, পৌরসভার মেয়র পার্থী এডঃ ফজলে রাববী, গাজী মজিবুর রহমান,উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক আলি হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু ওমর সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা বিষয়ে সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত জানান, বিজয় দিবস উপলক্ষে আমরা একটি প্রস্তুতি সভা করছি।
সভায় সবার সম্মতিক্রমে বিজয় দিবসের দিন সকাল ৭ টায় শহীদ মজনু পার্কের বিজয়স্তমে পুষ্পস্তবক অর্পণ করা হবে, এরপর সকাল ৯ টায় বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, বিকেল ৪ টায় মোগরাপাড়া আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে একটি বিজয় রেলি বের করা হবে, এছাড়া বিজয় দিবসের দিন উপজেলার সকল মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।