মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “আন্দোলনের নামে বিরোধীরা মাঠে নেমেছে, তারা মানুষকে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সম্মেলন করতে পারেন, মিটিং-মিছিল করতে পারেন, কিন্তু বিশৃঙ্খলা করতে পারবেন না। লাঠি এনে মিছিল করা যাবে না। তারা লাঠি হাতে মিছিল করে। আওয়ামী লীগের লাঠি যদি উঠে, তাহলে বিএনপি-কে কোথাও খুঁজে পাওয়া যাবে না।”
শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে গড়পাড়া শুভ্র সেন্টারে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “এই সরকার কোন কিছুর দাম বাড়ায়নি। বিশ্ব বাজারে সব জিনিসের দাম বেড়েছে বিধায়, আমাদের দেশেও জিনিসপত্রের দাম বেড়েছে।”
পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সালাম (পিপি), সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল মজিদ ফটো, যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
সম্মেলনে পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এসময় পৌর আওয়ামী লীগ’সহ জেলা ও সদর উপজেলা পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।