
মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশের ন্যায় মানিকগঞ্জের ঘিওরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। ৩ নভেম্বর বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক শোক-র্যালি বের করা হয়। র্যালিটি ঘিওর বাজার প্রদক্ষিণ করে পূণঃরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান আলাই-এর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সহ-সভাপতি মোঃ আতোয়ার রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আঃ মতিন মুসা, মোঃ আতোয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ, প্রচার সম্পাদক মশিউর রহমান , আ’লীগ নেতা আব্দুল আলীম লেবু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় সংঘটিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর জাতীয় চার নেতাকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩ নভেম্বর জেলহত্যায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।