
মনির হোসেন,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে নবীনগর উপজেলা জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় নবীনগর বাজারের নিবারণ মার্কেটের তৃতীয় তলায় জাসদের অস্থায়ী কার্যালয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি পালিত হয়েছে।
এতে উপজেলা জাসদের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম কে জসীম উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবীনগর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোঃ ইসহাক।
অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা জাসদ ও বিভিন্ন ইউনিয়ন জাসদের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতিষ্ঠার (৫০) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা জাসদের নেতাকর্মীবৃন্দ সহ স্থানীয় মান্যবর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।