
মোঃ কামরুল হোসেন সুমন, মনপুরা প্রতিনিধি:ভোলার চরফ্যাশন-মনপুরা উপজেলায় ঘূর্ণীঝড় সিত্রাং এর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান। তার সফর সঙ্গী হিসাবে মনপুরা আসছেন মনপুরা-চরফ্যাশন আসনের সংসদ সাবেক উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
শুক্রবার দুপুর ১১ টায় প্রথমে হ্যালিকপ্টার যোগে মনপুরা এসে দূর্গম এলাকা পরিদর্শন শেষে উপজেলার হাজিরহাট ইউনিয়নে ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন ত্রাণ প্রতি মন্ত্রী ও এমপি জ্যাকব।
এ বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া।
ঘূর্ণীঝড় সিত্রাং এর আঘাতে লন্ডভন্ড হয়ে যায় বিচ্ছিন্ন মনপুরা ও চরফ্যাশন উপজেলা। এর আঘাতে মনপুরায় বেড়ীবাঁধ ভেঙ্গে ও বাঁধ উপচে ৫-৭ ফুট জোয়ারে প্লাবিত হয়। এছাড়াও ৩৩০৪ মিটার বাঁধ ক্ষতিগ্রস্থ হয়।
এছাড়াও ৮শত বাড়িঘর বিধ্বস্ত সহ ৫ শতাধিক মাছের ঘের সহ দেড়শত হেক্টর ফসলের ক্ষতি হয়। এছাড়াও চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণীঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।