শ্রীপুর(গাজীপুর সদর)প্রতিনিধি:
গাজীপুর মহানগর বিএনপির নেতা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ প্রিন্স (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন সন্তান ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এডঃ মঞ্জুর মোর্শেদ প্রিন্সের মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, তার মৃত্যুতে পরিবার বর্গ ও নিকট জনদের ন্যায় তিনিও গভীর ভাবে সমব্যাথী। তিনি মহান আল্লাহ তায়ালা নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করেন।তিনি শোকাহত পরিবার বর্গ,গুণগ্রাহী ও শুভানুধায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। আরো শোক প্রকাশ করেছেন সাবেক এমপি গাজীপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গজীপুর মহানগর বিএনপির আহবায়ক সোহরাব উদ্দিন, যুগ্ন আহবায়ক মঞ্জুরুল করিম রনি, সদস্য সচিব শওকত হোসেন সরকার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডঃ ড. শহীদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী ফোরাম জেলা শাখার সভাপতি এডঃ ছিদ্দিকুর রহমান।
এডঃ প্রিন্সের বোন অ্যাডভোকেট হাছিনা জাহান বীথি সাংবাদিকদের জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসায় প্রিন্স হৃদযন্ত্রে ব্যাথা অনুভব করলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রিন্স গাজীপুর আইনজীবী সমিতির রানিং সেক্রেটারি ছিলেন। প্রিন্স এর আগেও গাজীপুর জেলা আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।তিনি জাতীয়তাবাদী আইজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক ছিলেন। আইজীবী পেশায় তার সনদ প্রাপ্তির তারিখ ছিল ১৯৯৬ সালের ১৪ই এপ্রিল এবং এ পেশায় যোগদান করেন একই বছরের ১৩ নভেম্বর। এছাড়াও গাজীপুর রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা মৃত মোকদম আলীও একজন আইনজীবী ছিলেন।
তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাবাজপুর এলাকায়। তিনি স্বপরিবারে গাজীপুর শহরের রাজবাড়ি উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান, ভোর রাত সাড়ে চারটার দিকে বুকে ব্যাথা জনিত কারণে তাকে হাসপাতালে আনা হয়। আনার সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পাঁচটায় তার মৃত্যু হয়।
জাতীয়তাবাদী আইন জীবি ফোরাম গাজীপুর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক এডঃ আতাউর রহমান বলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স-এর মৃত্যুর কারণে মঙ্গলবার আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। দুপুর আড়াইটার ভাওয়াল রাজবাড়ি মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।