নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রলীগের পৌর ওয়ার্ড কমিটির ফরম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় (২২/১০/২২) নবীনগর আ.লীগের কেন্দ্রিয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির সদস্যদের উপস্থিতিতে ওয়ার্ড কমিটির ফরম জমা দেন আলমনগর ১ নং ওয়ার্ড কমিটির ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস, নবীনগর পৌর ছাত্রলীগের আহবায়ক এহসান আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার হিমেল পিয়াস রনিসহ ছাত্রলীগের নেতাকর্মীরাস।
এসময় এহসান আহমেদের সভাপত্বিত্বে ইঞ্জিনিয়ার হিমেল পিয়াস রুনি সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন খলিলুর রহমান, নাজমুল হাসান জেমস , আশাদুল হক আপন, সাদিফ হাসান তপু, আক্রাম, তোষার, সঞ্জয় শীল সহ অন্যান্যরা।
খলিলুর রহমান খলিলের অসাধারণ বক্তব্যে অনুপ্রাণিত ও মুগ্ধ নবীন ছাত্রলীগ নেতারা দেশ ও দলের প্রতি ভাবমূর্তি রক্ষা ও উন্নয়নে শপথ গ্রহণ করেন।
খলিলুর রহমান খলিল বলেন, আমরা ছাত্রলীগ শুধু একটি সংগঠন না, একটি চেতনা। দেশ-সমাজের সেবা ও কল্যানে কাজ করা একটি সুশিক্ষিত সংগঠন। সবাইকে সম্মান ও কল্যাণকর কাজে নিয়োজিত থাকতে হবে।