ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানপাট ভাঙচুর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং ভাঙচুর সহ দুপক্ষের লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে একই দিনে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামীলীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
জানা যায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুহিয়া থানা এলাকার বিভিন্ন রাস্তায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলাম সহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। বর্তমানে এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল ।
রুহিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা দুপক্ষের সংঘর্ষে র ঘটনার সত্যতা নিশ্চিত করেন।