পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা আওয়ামী-যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশ বিরোধী বিএনপি -জামাতের নৈরাজ্যের তাণ্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় পঞ্চগড় জেলা আওয়ামী- যুবলীগের আহবায়ক আলহাজ্ব মো. সহিদুল ইসলাম ও যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম চানুর নেতৃত্বে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন, সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো: আলি আসমান বিপুল, পৌর আওয়ামী- যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমান, সাধারণ সম্পাদক ফজলুল করিম মুন্না প্রমুখ।
উপস্থিত বক্তারা বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং একই সঙ্গে উস্কানি ও ধ্বংসাত্বক কার্যক্রমের বিরুদ্ধে যুবলীগ মাঠে থেকে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার ও ঘোষণা দেন তারা।