মোঃ রফিকুল ইসলাম মৃধা, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২৮ জন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের খালপাড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল নিয়ে শহরের সেওতা এলাকা থেকে দলীয় কার্যালয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খালপাড় এলাকায় পৌঁছলে পুলিশ তাদেরকে বাঁধা দেয়। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোঁড়ে। পুলিশ নেতাকর্মীদের বিচ্ছিন্ন করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলের আঘাতে বিএনপির ২৫ নেতাকর্মী আহত হয়। অপরদিকে নেতাকর্মীদের ছোঁড়া ইটের আঘাতে সদর থানার ওসি আব্দুর রউফসহ তিন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। পরিবেশ শান্ত করতে শহরের অলিগলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান, অনুমতি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভের চেষ্ঠা করে। পুলিশের ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইটের আঘাতে তিনি’সহ আরো ৩ পুলিশ সদস্য আহত হন। বাধ্য হয়ে তাদেরকে পিছু হটাতে টিয়ারশেল নিক্ষেপ করা হয় বলে জানান তিনি।
এদিকে, পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে দুপুরে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করে বিএনপি। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছুঁড়ে শতাধিক নেতাকর্মীকে আহত করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।