মোঃ কবির হোসেন: দীর্ঘ ২৫ বছর পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। জনপ্রিয়তা যোগ্য ও ত্যাগীদের মূল্যায়নের জন্য আহবান জানিয়েছেন নেতারা।
বৃৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে আওয়ামীলীগের আয়োজিত সংবাদ সম্মেলনের এ আহবান জানানো হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম।
এসময় আওয়ামীলীগের আহবাযক কমিটির সদস্য বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তব্যে আওয়ামীলীগ নেতারা জানান, আগামী শনিবার শেখ রাসেল স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কৃষিমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এমপি।
বিশেষ অতিথি থাকবেন, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বডুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সম্পাদক মৃণাল কান্তি দাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভিসহ কেন্দ্রীয় নেতারা।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে সোনারগাঁ আওয়ামীলীগের কমিটি না হওয়ায় অনেক নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। গত ১০ বছর ধরে সোনারগাঁ আসনে আওয়ামীলীগের এমপি না থাকায় আরো বেশি হতাশাগ্রস্থ হয়েছেন। এ দলকে এতোদিন তৃণমূল আওয়ামীলীগকে যারা সংগঠিত করে রেখেছেন তাদেরকে মূল্যায়ন করার আহবান জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মাসুদুর রহমান মাসুম বলেন, অনেক নেতা কেন্দ্রীয় রাজনীতি করেন কিন্তু সোনারগাঁ কমিটিতে আসতে চান। তাদের সোনারগাঁ আওয়ামীলীগে কোন ত্যাগ নেই। আশা করি আগামী সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও হামলা মামলার শিকার হওয়ার রাজনৈতিক নেতা কর্মীরা তাদের যোগ্য মূল্যায়ন পাবেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বে এগিয়ে যাবে সোনারগাঁ আওয়ামীলীগ। এ কমিটিতে ত্যাগী নেতাকর্মী মূল্যায়ন হবে। এ কমিটি অর্থ বানিজ্য মুক্ত হবে।