শাহজাহান সিরাজ: স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে ৩১ আগস্ট বুধবার সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এক আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলমের সভাপতিতে ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মুস্তাফিজ ঝন্টু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা, সাবেক সদর উপজেলা কমান্ডার আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী, শামসুল আলম, মোহাম্মদ আলী প্রমূখ।
এই সভা ও মিলাদ মাহফিলে গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা স্মৃতি, উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম।