শাহাদাৎ হোসেন: নাসিক ১নং ওয়ার্ড অওয়ামীলীগ নেতা আক্তার হোসেনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত। গত সোমবার বাদ আসর পাইনাদী নতুন মহল্লা এলাকায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। জাতীয় শোক দিবস ও বিনম্র শ্রদ্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭’তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়।
দোয়া ও মুনাজাত শেষে গরীব-অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতর করা হয়।
এসময় দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী ওমর ফারুক, নুর হাবিব, মনির হোসেন, মাহাবুব ও স্বপনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।