
নবীনগর প্রতিনিধি: দ্রব্যমূল্য সহ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও হত্যা নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
সোমবার সকালে উপজেলার পৌর শহরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্টেশন মাঠে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহাম্মদ, সাবেক সহ সভাপতি মাইনুউদ্দিন মাইনু, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, বিএনপি নেতা হাবিবুর রহমান খায়ের, আবু ছায়েদ, হাজী সাহাবুদ্দিন, প্রফেসর সিরাজুল ইসলাম, জিয়াউল হক মুকুল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা ছাত্রদলের সভাপতি ফুজায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক মহসিন হৃদয়, মহিলা নেত্রী সালেহা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল বারী, যুবদল নেতা হযরত আলী, আশরাফুল ইসলাম রুবেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আপেল মাহমুদ প্রমুখ।