মোঃ জোবায়ের পারভেজ শোভন, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় তেল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার) বিকেলে বিএনপি জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লার নির্দেশনায় উপজেলা বিএনপি, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা হাসপাতাল গেট থেকে শুরু হয়ে বাজার বাসস্ট্যান্ড ঘুরে ঈদগাহ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান পান্না, পৌর যুবদলের সভাপতি পলাশ মুন্সি, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সানজিদ ফেরদৌস নিশু, সিনিয়র যুগ্ন আহবায়ক সাজিদ মাহমুদ সজল, যুগ্ন আহবায়ক ইমরান মুন্সি, পৌর ছাত্রদলের আহবায়ক হাসান মাতুব্বর, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।