
মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের বেশিরভাগ সময়ই দেশের এবং দেশের মানুষের মুক্তির জন্য কারাগারে জেল-জুলুম নির্যাতন সহ্য করেছেন। বঙ্গবন্ধুর অবদান শোধ করার মতো না। শুধু ১৫ আগষ্ট নয়, প্রতিটিদিনই বঙ্গবন্ধুকে আমাদের স্বরণ করতে হবে এবং জাতির পিতার অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বড়িকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার বিকেলে গনি শাহ্ মাজার মাঠ প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের এমপি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ।
বড়িকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান লাল মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামীলীগ সদস্য গোলাম শাহরিয়ার বাদল,জেলা আওয়ামীলীগের সদস্য জসিম উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাতি এডভোকেট সুজিত কুমার দেব,ইয়াবের হাসান জামিল,নবীনগর পৌর আওয়ামীলীগ সভাপতি বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলী রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন,সলিমগঞ্জ ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান সোহেল, মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপিকা নুরুননাহার,মাহমুদা আক্তার শিউলী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েদ, সভায় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ,স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম সোহেল ও প্রভাষক আবু হানিফ।