
এইচ. এম. রাসেল, আমতলী (বরগুনা) প্রতিনিধ: বরগুনা আমতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১২টার দিকে উপজেলার পৌর ঈদগাহ মাঠে বঙ্গবন্ধুর সপরিবারে জন্যে দোয়া মাহফিল ও গণভোজ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. এম.এ কাদের মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, গ্রামীণ ব্যাংকের সাবেক ডিজিএম উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন বিশ্বাস, আমতলী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মজিবুর রহমান।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. মতিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, ইউপি চেয়ারম্যান চাওড়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহারুজ্জামান আলমাছ খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মাহবুবুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ, পৌর কাউন্সিলরসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা।