নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে রাষ্ট্রীয় কর্মসূচীর আলোকে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়। সোমবার(১৫আগস্ট)বিকেলে দিনের অনান্য কর্মসূচি শেষে সরকারি হাইস্কুল মাঠে আ’লীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।
বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,ব্যারিষ্টার জাকির আহম্মেদ,এড. সুজিত কুমার দেব, চেয়ারম্যান জসিম উদ্দিন,যুবলীগ নেতা আলামিনুল হক আলামিন প্রমুখ। এর পূর্বে সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে পরিষদ মিলনায়তনে ইউএনও একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথি হিসাবে যোগদেন।