
প্রেস বিজ্ঞপ্তি: প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি বিশ্ববাজারে কম থাকা স্বত্বেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নতুনধারার সচেতনতামূলক জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে।
১২ আগস্ট সকাল ১১ টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে নতুন দরিদ্র সাড়ে ৪ কোটি মানুষের কথা ভুলে গিয়ে, নিন্ম-মধ্যবিত্ত মানুষদের কথা ভুলে গিয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার।
পুরানা পল্টন, কাকরাইল, মতিঝিল, শান্তি নগরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মামুনুর রশীদ, মহিদুল হক প্রমুখ।