মোঃ জোবায়ের পারভেজ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় ১১ নং আজিমনগর ইউনিয়নে নিক্সন চৌধুরীর কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আজিমনগর ইউনিয়ন পরিষদের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের জননন্দিত সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন।
সভায় সভাপতিত্ব করেন ১১ নং আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান হাওলাদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম.ম. সিদ্দিক মিয়া, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খালেক মোল্যা, সাবেক ইউপি চেয়ারম্যান লিটন মাতুব্বর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সময় বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, ইউপি সদদ্য জহির হাওলাদার, তৈয়ব আলি মাতুব্বর, তরিকুল ইসলাম রুবেল, পিরুমিয়া হাওলাদার, মোশাররফ মাতুব্বর, নাহিয়ান মিন শহীদ, নান্নু তালুকদার সহ অন্যান্যরা।