সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনির নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবা সভা অনুষ্ঠিত। গতকাল শনিবার সকাল ১০’টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাস সভা অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, ডাঃ মুছা ও সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহব্বায়ক মমতাজ উদ্দিন মন্তু।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড সবদল নেতা ওসমানগণী, রাসেল, ইব্রাহিম, জামাল, হালিম, নাসক ২ নং ওয়ার্ড যুবদল নেতা ইব্রাহিম, ফারুক, বাবু, রবিউল ইসলাম, রনী, নাসিক ৩ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সিফাতুর রহমান বাবু, সৈকত আহমেদ, নাসিক ৪নং ওয়ার্ড যুবদল নেতা রুপক@রুপা, ইব্রাহিম,রাসেল. নাসিক ৫নং ওয়ার্ড যুাদল নেতা শাহাজালাল কালু, নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা আসিফ, রাজু, নাসিক ৮নং ওয়ার্ড যুবদল নেতা হালিম, নুরুজ্জামান, জামাল, শেখ অপু, মিজান, বিল্লাল হোসেন, শেখ মাসুদ, আল-আমিন, রহমতউল্লাহ, নাসিক ১০নং ওয়ার্ড যুবদল নেতা দিপুসহ নাজমলি হক রানা, সাবেবুল্লা রোমান, সাইদুজ্জামান, সহিদ, জুবায়ের, ছোট রনী, নাসির উদ্দিন, টিপু, মো. জয়নাল ও আবেদিন প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে আমরা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছি। এ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা প্রতিবাদ করে যাব।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহব্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত আজকের এ প্রতিবাদ সভায় যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে আওয়ামী সন্ত্রাসীরা দিনের বেলায় ছুরি মেড়ে নির্মম ভাবে হত্যা করে। এ হত্যার প্রতিবাদে প্রতিটি থানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।