মোঃ রফিকুল ইসলাম মৃধা, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বড়টিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হাই আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা কৃষকলীগের আহ্বায়ক সমাপ্ত হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বড়টিয়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক মোল্লা রওশন, ঘিওর উপজেলা আ’লীগ কৃষিবিষয়ক সম্পাদক মোঃ তারা বেপারী, ঘিওর উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ভিলু, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান লাভলু দরজী, সহ সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আকতার মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাবু, কৃষকলীগ সদস্য মুরাদ হোসেন, বড়টিয়া ইউপি সদস্য ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন। শেষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।