মনির হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার (৪ জুন) দুপুরে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে সমাবেশ করে।
উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সামস্ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ভিপি মোশারফ হোসেন সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, সাবেক জিএস খাইরুল আমিন, সাবেক সেক্রেটারি হাবিবুর রহমান, সাবেক ছাত্র নেতা এনামুল হক চৌধুরীসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকি দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন বিএনপিকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নইলে দেশ ছাড়তে হবে।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে।