
আরিফ হোসেন, সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নাসিক ৮নং ওয়ার্ড যুবলীগ। শনিবার বিকেল ৫টায় নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে চৌধুরীবাড়ি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভার মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি শেষ করে।
নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানাই। ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটানোর হুমকি দেয়। রাজাকার, দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। নয়তো আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, গোদনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, গোদনাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ওয়াহিদ আলম, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুব আলম ভুঁইয়া, সিহাব উদ্দিন রিপন, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকতার হোসেন, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বাবু, রুবেল, পুশন, কাজী রাজিব, সবুজ প্রধান সহ অন্যান্য নেতা-কর্মীরা।