মনির হোসেন নবীনগর:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছেন সেই উন্নয়নের সাথে নবীনগরবাসীও সম্পৃক্ত হয়ে উন্নয়নের সুবিধা ভোগ করবেন। বর্তমান সরকারের সকল উন্নয়নের সাথে সম্পৃক্ত হয়ে নবীনগর হয়ে উঠবে আধুনিক ডিজিটাল নবীনগর। উক্ত মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে নবীনগর উপজেলার চতুর্মুখী যোগাযোগ ব্যবস্থার আওতায় চলে আসবে। তখন নবীনগর উপজেলাবাসী জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম সিলেট সহ সারা বাংলাদেশের সাথে সড়ক পথে যোগাযোগের পথ উন্মোচন হবে। এরকমই একটি মেগাপ্রকল্প নবীনগর টু আশুগঞ্জ রাস্তা সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধানে নির্মাণাধীন।
উক্ত প্রকল্পের মন্তলী থেকে সীতারামপুর ব্রিজ এর উত্তর পাশে অ্যাপ্রুচ রাস্তা তৈরি করার জন্য সীতারামপুর গ্রামবাসীর অধিগ্রহণকৃত কয়েকটি বাড়িঘর ভাঙ্গা নিয়ে জটিলতা সৃষ্টি হলে স্থানীয় সংসদ সদস্য একাধিকবার স্থানীয় জনগণের সাথে কথা বলেছেন। তারই ধারাবাহিকতায় সরকার কর্তৃক নির্ধারিত অধিগ্রহণকৃত জমির মূল্য মালিকরা যাতে সঠিকভাবে বুঝে পায় তার জন্য আজকে সিতারামপুর ব্রিজের উত্তর পাশে স্থানীয় জনগণের সাথে খোলামেলা আলোচনায়
অধিগ্রহণকৃত সকল মালিকদের বক্তব্য শুনে সকলকে আশ্বস্ত করে দায়িত্ব নিয়ে সকল কাজ করে দিবেন বলে নিশ্চয়তা প্রদান করেছেন জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
তিনি বলেন আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের নায্য অধিকার আপনারা বুঝে পাবেন, আপনারা যাতে আপনাদের নায্য অধিকার বুঝে পান এর জন্য আমি দায়িত্ব নিয়ে একটি কমিটি করে দিচ্ছি, আপনাদের সকল সমস্যা কমিটির নিকট উপস্থাপন করবেন, কমিটি আইনের মধ্য থেকে আপনাদের সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে কাজ করবেন, কারণ আমি চাই আগামী জুন মাসের মধ্যে উক্ত ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করবে তাহলে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন সেই সাথে ভিশন ৪১ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন আমরাও তার অংশীদার হতে পারব ইনশাল্লাহ।
উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহম্মদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এহসানুল হক রিপন, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, নবীনগর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী ইয়াবের হাসান জামিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, উপ প্রচার সম্পাদক বাবু প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকর সদস্য সাইফুর রহমান সোহেল, সলিমগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে হেলাল, পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আজজম, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না,মাদক মুক্ত নবীনগর চাই এর সভাপতি মোহাম্মদ আবু কাওসার, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য শামীম রেজা, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন শিশু, বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জনি, যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল রেজা, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহবায়ক নাসিরুল্লাহ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।