
মজিদ খান (নারায়নগঞ্জ) সোনারগাঁ :
শনিবার(৭-জানুয়ারী)সকালে সোনারগাঁও উপজেলা, মোগড়াপাড়া বাজার এলাকায় সাবেক এমপি কায়সার হাসনাতের নেতৃত্বে পাচঁ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রচন্ড শীতে কাবু দেশের নিম্ন আয়ের মানুষ, তাই নিজস্ব অর্থায়নে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায় বদ্ধতা থেকে পাশে দাড়ালো সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ (৩)
সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় সাবেক এমপি কায়সার হাসনাত বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারন অতীব জরুরি হয়ে পড়েছে।
তিনি আরো বলেন সব সময় আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াই, তীব্র শীতে জন জীবন বিপযস্ত হয়ে পরেছে। তাই অসহায় শীতার্তদের মাঝে আজকের এই কম্বল বিতরণ।
এসময় আরো উপস্থিত ছিলেন মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিপন সরকার, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আসাদুজ্জামান,মোগরা পাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, শওকত উসমান রিপন,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগম আরো অনন্য নেএী বৃন্দ উপস্থিত ছিলেন।