
আমতলী বরগুনা প্রতিনিধি:
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
শনিবার (১৫ অক্টোবর) জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় বসে অসহায় দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. মিজানুর রহমান (বাদল) তালুকদার, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাহিনুর আক্তার , বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি কে. এম. সফিকুল ইসলাম, মো. লোকমান হাকিম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি, মোঃ নাসির মাহমুদ প্রধান শিক্ষক কুকুয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন ফরহাদ, শিক্ষক রেজাউল করিম রেজা, শিক্ষক জাহিদ লিটন, নাসরিন শিপু প্রমূখ।
জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা মো. জিয়াউর রহমান বলেন, আমরা ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও বিস্তৃত করে চিকিৎসা, কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে দরিদ্র মানুষদের আর্থিক সহায়তা করব।