সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: সিদ্ধিরগঞ্জে পুলিশের উদ্ধ্যোগে সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।মঙ্গলবার থানা ভবনের এ ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জের সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান পিপিএম বারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজুর রহমান মানিক ও ইন্সপেক্টর (অপারেশন) মো. আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান পিপিএ বার বলেন, সাংবাদিক-পুলিশের সম্পর্ক হচ্ছে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুলিশ সবসময় সাংবাদিকদের সঙ্গে মিলেমিশে কাজ করে সিদ্ধিরগঞ্জের সকল আইনবিরোধী কার্যকলাপ বন্ধ করা হবে। মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে নিলে লড়াই করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও থানা পুলিশের ইফতারের উদ্যোগকে স্বাগত জানিয়ে সবসময় পুলিশের সঙ্গে একতালে কাজ করে সমাজের উন্নয়নে অংশগ্রহণ করতে চায়।