মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার আলমনগরে ঘাস খেতে পানি দেওয়ার টাকা নিয়ে তর্কের এক পর্যায়ে সাংবাদিক দেলোয়ার হোসেনের শরীরে-মাথায় মারাত্মকভাবে আঘাত করে জখম করেন একই গ্রামের-মৃত খুরশিদ মিয়ার ছেলে মোঃ বাবুল মিয়া।
সাংবাদিক দেলোয়ার হোসেন বর্তমানে নবীনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিকের উপর এমন ন্যাক্কারজনক হামলায় নবীনগরের সকল সাংবাদিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবীনগরে সকল সংবাদ কর্মীরা।
হামলাকারীকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।