
নবীনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও দৈনিক সমকাল (ব্রাহ্মণবাড়িয়ার) নবীনগর প্রতিনিধি, এবং নিউ এইজ পত্রিকার বানিজ্যিক প্রতিনিধি মাহাবুব আলম লিটনের স্ত্রী উপজেলার ফতেহপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুমা মোসাম্মৎ রাশিদা আক্তারের বুধবার(২৬/০৭) তৃতীয় মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে তার আদালত পাড়া নিজ বাসবভনে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে। গত ২০২০ সালে এই দিনে তার করোনা আক্রান্ত সাংবাদিক স্বামীর মাহাবুব আলম লিটনকে সেবা-যত্ন করে সুস্থ করে দিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান।