
মোঃ রফিকুল ইসলাম মৃধা: জামালপুরে ৭১ টিভি ও মানবজমিন পত্রিকার সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংস ভাবে হ’ত্যার তীব্র প্রতিবাদ সহ, সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন মানিকগঞ্জের গণমাধ্যমকর্মীরা।
শুক্রবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব ও মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতি যৌথভাবে প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রায় সময়ই গণমাধ্যমকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবী জানান তারা।
এ সময় প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, টেলিভিশন রিপোর্টাস ইউনিটির (টিআরইউ) সভাপতি মনিরুল ইসলাম মিহির, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত ১০ টার দিকে জামালপুরের বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় সাংবাদিক নাদিমের ওপর নৃশংসভাবে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে সেখানেই অচেতন হয়ে পরেন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শবর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাদিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।