
মোঃ মনির হোসেন, নবীনগর প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাব-এর ৩৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি বিশাল র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।
প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দীন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোশাররফ হোসাইন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, শিল্পপতি ফারুক আহামেদ প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, অর্থসম্পাদক মনিরুল ইসলাম বাবু, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী শ্যামল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা,আক্কাস উদ্দিন, নুরে আলম, শাহ নুর খান আলমগীর, আব্দুল হাদী, মনির হোসেন, পিয়াল হাসান রিয়াজ, সাইফুল ইসলাম রবিন, মিঠু সুত্রধর পলাশ, শফিকুল ইসলাম বাদল, সেলিম রেজা,আমজাদ হোসেন, কামরুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক আবু ছায়েদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নবীনগর প্রেসক্লাবের সাংবাদিকরা সৃজনশীল সাংবাদিকতায় বরাবরের মতো এগিয়ে রয়েছে। আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সকল সদস্যরা সদা জাগ্রত থাকবে এমনটাই প্রত্যাশা করেন তারা।