জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্যদের রেটিনা স্ক্যানিং টেস্ট করানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রেটিনা স্কেনিং শুরু হয়। টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমীন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডায়াবেটিকজনিত অন্ধত্ব এড়াতে বাঘ ইকো মটরসের সহযোগী প্রতিষ্ঠান জোডাক হেলথ কেয়ার এই টেস্টের আয়োজন করেছে। এ সময় জোডাক হেলথ কেয়ারের সমন্বয়ক অঞ্জন রহমান এবং কর্মকর্তা নারগিস সোম উপস্থিত ছিলেন। সকালে শুরু হওয়া রেটিনা স্ক্যানিং টেস্ট চলে দুপুর ২টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সদস্যদের চোখের ভবিষ্যৎ যত্নের জন্য এই আয়োজন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রোগটির নাম ডায়াবেটিক রেটিরোপ্যাথি, যা ডায়াবেটিক চক্ষু রোগ নামেও পরিচিত। এটি একটি মেডিকেল অবস্থা যেখানে ডায়াবেটিস মেলিটাসের কারণে রেটিনার ক্ষতি হয়ে থাকে। উন্নত দেশগুলোতে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ হিসেবে এটিকে বিবেচিত করা হয়ে থাকে। ডায়াবেটিক রেটিনাপ্যাথি ৩০ শতাংশ পর্যন্ত প্রভাবিত করে এবং যাদের ২০ বছর বা তার বেশি সময় ধরে ডায়াবেটিস রয়েছে সেক্ষেত্রে সঠিক চিকিৎসা এবং চোখের পর্যবেক্ষণের মাধ্যমে অন্তত ৯০ শতাংশ নতুন রুগীর সংখ্যা কমানো সম্ভব হতে পারর্য