
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নুরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানো হয়। দোয়ায় তার গড়া প্রতিষ্ঠানগুলোর উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সবুজবাগ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. খলিলুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ টিভি সাংবাদিক সৌরভ ইমাম, যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতী সিপলু, সহ-সভাপতি শাহাদাত হোসেন স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম.এ. শাহীন, প্রেস ক্লাবের সদস্য কামরুল হাসান, এমএইচ সৈকত, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম আহমেদ, প্রকৌশলী সৈয়দ আসাদুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রাজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান ও শাহআলম প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ হীরাঝিলস্থ বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মো. রইছ উদ্দিন মিলাদ ও দোয়া পরিচালনা করেন।