
জীবনের অন্ত মুহুর্তে
-শাহজাহান সিরাজ সবুজ
শূন্যতা থেকে খুঁজি পূর্ণতা,
দিনশেষে শূন্যতাই থেকে যাচ্ছে।
হয়তো শূন্যতা কখনোই দেবে না,
পূর্ণতার খোঁজ..!
হয়তো শূন্যতা আসবে ফিরে রোজ!
আলো শেষে নেমে আসে আঁধার,
এই খারাপ‚ এইতো আছি ভালো।
কি অদ্ভুত তাই না?
বিষণ্ণ দিনশেষে খানিক আলো এসে‚
ভীষণ আপন হয়ে যদি বসে,
প্রেয়সীর আঙুলগুলোর ফাঁকে?
তখন প্রেয়সী আঙুল ছাড়া‚
আমায় খুঁজবে কি?
কোনো একদিন কিংবা ত্বরিত,
থেমে যাবে আমার পথচলা।
হে বন্ধু সকল,
তখন আমায় মনে পড়বে কি?
বেলাশেষে ক্লান্ত সূর্যের মতো,
নিবে যাচ্ছে জীবন প্রদীপ।
আমি এক সময় জ্ঞানহীন পথিক,
তাই হারিয়ে ফেলেছি পথ।
অন্তিমসময় এসে বুঝেছি,
পথ আর সময় একই সুতোয় গাঁথা,
পথ আর সময়ের অন্ত নেই।
কিন্তু জীবনের অন্ত মুহুর্তে।