স্রোতের বিপরীতে চলি
[শাহজাহান সিরাজ সবুজ]
চক্ষু মেইল্লা চারদিকে কত কি দেখি,
কত প্রশ্ন জাগে মনে, উত্তর দেবে কে।
মনের কথা কইতে নাহি পারি,
কইয়া যদি ইহকাল হারাইয়া ফেলি।
কইলে লোকে দিবে নানান উপাধি,
তাই মনের কথা মনে চাইপ্পা রাখি।
একদা কইতাম কথা,
আমার হুইন্না মুরুব্বিরা কইতো,
কিরে ব্যাটা, পাগল হইলি নাকি?
তর মনে কি পরকালের ভয়ডর নাই?
ভয়ডর থাকবে না ক্যান?
তয় পরকালের চেয়ে ইহকালের বেশি।
এই হুইন্না মুরুব্বিরা রেগেমেগে কইল,
বেপারীর পোলা খৃষ্টান হইয়া গেছে।
তখন উন্নতশিরে কইলাম,
করিনি ক্ষতি কভু কারো, থাকি স্বচ্ছ,
তাহলে পরকালের কিসের ভয়?
করি না স্বজনপ্রীতি, দুর্নীতি।
ইহকালে যদি থাকি স্বচ্ছ,
পরকালের ভয় আমার জন্য নয়।
আচ্ছা তোমরা প্রত্যেকে কও দেখি,
পরকালে কেউ মিথ্যা অপবাদ দিবে?
কুৎসা রটাবে আমার বিরুদ্ধে?
এই যেমন তোমরা প্রত্যেকে কইলে,
বেপারীর পোলা খৃষ্টান হয়ে গেছে।
এইসব কথা হুইন্না তারা কইল,
বেপারীর পোলার মাথাডা গ্যাছে।
গালমন্দ কইরা হগ্গলে চইলা গ্যালো,
আমি দাঁড়িয়ে আছি নিজ মত-পথে,
পারিনি নিজেকে বদলাতে আজো।
তাই আজো স্রোতের বিপরীতে চলি।