
ছবি: সংগৃহিত
তুমি যদি তেমন হতে
-নূরুল ইসলাম বিপিএম
চাঁদ ভেসে যায় মেঘের ভেলায়,
নরম কোমল স্পর্শ ছুঁয়ে,
আকাশের অবারিত আঙ্গিনায়
লুকাতে নয়,
বরং ক্ষণিক খুনসুটি লুকোচুরি খেলা
আনন্দ আবেশে কাটাতে ক্ষণিক বেলা।
আবার সময়ের টানে ফিরে আসে
মধ্যাকাশে,
ঝলমলিয়ে ওঠে জোছনা বিলায়।
তুমি যদি তেমন হতে,
তবে মিটে যেত ক্ষণিক হারানোর বিষাদ,
সিন্ধুপারে দাঁড়িয়ে চেয়ে থাকতাম,
তোমার আসন্ন আগমনের পথে।
কিন্তু!
তবুও আমার অনন্তের অপেক্ষায়,
চেয়ে থাকার
অনন্তেই হয় যেন অবসান,
তুমিহীন এই আমি যে
আজ বড় অসহায় আকণ্ঠ নিষ্প্রাণ!