
বেহেস্ত না-কি দোযখবাসি?
– মোঃ জাকির হোসেন
সৃষ্টির সর্বশ্রেষ্ঠ করে,
বিধাতা সৃষ্টি করেছে আমাকে,
ভালোবেসে নাম দিয়েছেন মানুষ।
বিধাতা পাঠান মায়ে গর্বে,
জন্মের পরে আমার নাম হয় শিশু।
মায়ের মমতায়, বাবার স্নেহে,
একটু একটু করে বড় হলাম,
তখন নাম হয়ে গেলো বালক।
পড়ালেখার খেলাধুলা করতে করতে
আরেকটু যখন বড় হলাম,
নাম হলো আমার যুবক।
শুরু হলো নতুন জীবনের সূচনা,
করি চাকরী-বাকরী, ব্যবসা- বানিজ্য,
ঘরে আসে লাল টুকটুকে বিবি,
আমার নাম হলো বর।
অতপর আমার ঘরে আসে সোনামনি,
বাড়ে হাসির ছড়াছড়ি,
আমার নাম হয়ে গেলো বাবা।
একটু চুল দাড়ি পেকে হলো সাদা,
মানুষ আমার নাম দিয়েছে বুড়া।
নিঃশ্বাস হলো আমার শেষ,
পড়াইয়াছে আমাকে সাদা কাপড়,
শুয়াইছে খাটে নিয়ে যাবে কবরে,
আমি নাকি হয়ে গেছি লাশ।
রাখলো আমারে মাটি ঘরে লুকাইয়া,
আমার নাম হয়েছে কবরবাসি।
বিধাতা করবে বিচার,
হিসাব- নিকাশ হবে আমার,
তখন কি হবে আমার নাম,
বেহেস্ত না-কি দোযখবাসি?