
তুমি আসবে কি?
-শাহজাহান সিরাজ সবুজ
নির্জন রাত ওঁত পেতে আছে,
আমাকে কাঁদাবে বলে।
রাতগুলো আমার কঠিন প্রতিপক্ষ,
ওরা ওঁত পেতে থাকে, সুযোগ খুঁজে,
আমাকে আঘাত হানবে বলে।
তাই নির্ঘুম জেগে থাকি আমি।
সময়ের সমস্ত প্রতিঘাত,
প্রতিহত করতে করতে বড্ড ক্লান্ত।
পিছুহটা আমার স্বভাব নয়,
কিন্তু বয়সের ভারে ন্যুব্জ,
মন অগ্রসরমান, দেহ থমকে গেছে।
আরো কতো রাত আসে, দিন আসে,
রাত-দিনের সাথে এসেছে কতজন।
তুমিও এসেছিলে গোপনে,
আমাকে ভালোবেসে নাকি মোহে
আজও তা রয়েছে অজানা।
এরপর সব হারানোর ভয়ে,
আমাকে দিয়েছিলে জলাঞ্জলি।
নিঝুম রাতের পর,
ঝরঝরে দিন আসবে হয়তো,
তুমি আসবে কি?