
মিছে আয়োজন
-শাহজাহান সিরাজ সবুজ
রঙ দিলে না‚ সঙ দিলে না‚
দিলে কেবল হেলা,
উড়নচণ্ডী লিখেছে সে কথা।
কতো কথাই বলছি,
কেবল আসল কথা ফিকে।
উড়নচণ্ডী মরলে মরুক গে,
তাতে কার কি যায়-আসে।
ঘৃণা করো তাই বলেছিলে,
উড়নচণ্ডী মরছে মরুক গে।
উড়নচণ্ডী মরতে চায়,
প্রেয়সীর কল্যাণ হলে।
কাঁদো উড়নচণ্ডী কাঁদো,
তুমি মূল্যহীন ভবে।
সবুজ বাঙ্গালী কহে,
হায়রে মানুষের জীবন,
সত্যি করে সাজাও তুমি,
মিছে আয়োজন।