
বন্ধন
– কাজী তবিবুর রহমান
আমার এক পৃথিবী ভাবনায়
জড়িয়ে আছিস তুই
আমার মাটির এই মনটায়
ময়না পাখি তুই-ই।
তোর জন্য যেতে পারি অনেকটাই
যতটা ভাবিস তার থেকে ততটাই।
মানুষ বাঁচে স্বপ্নের জালে আর
আমি বাঁচি তোর কোলে,
তোর শাড়িতে যে রোদ্দুর খেলে
আমি আছি তার আদরে আদর মেখে।
সব পাখি বাতাসের নাকি আকাশের
জানি না-বৃষ্টির নাকি রোদ্দুরের,
আমার আকাশ বাতাস রোদ্দুর তুই
পাখি মুক্তির – আমি শেকলের।