
তবুও সত্য অধরাই রয়ে গেলো
-শাহজাহান সিরাজ সবুজ
যারা এসেছিল ভবে, চলে গেছে সবে,
যারা আছি, তারাও রবো না ক্ষণ পরে,
যারা আসবে, তারাও একদা চলে যাবে,
মাঝের সময়টা নাটকীয়তায় ভরপুর।
আসা- যাওয়ার রহস্য উদঘাটন,
আমার কর্ম নয়, আমি কোন ছাড়,
মহাঋষি- জ্ঞানী- গুণী মানছে হার।
কুল-কিনারা না পাইয়া,
কল্পিত শক্তিতে নিজেকে খুঁজি।
মম হৃদয়ে যা কল্পিত জ্ঞান করে,
অন্যদের কাছে তা অন্তহীন- অসীম,
কল্যাণকর সকল মতবাদ, বিশ্বাসে
শ্রদ্ধাশীল আমি।
অধমের কথায় যদি পাও আঘাত,
তুমি উত্তম, ক্ষমা করো আমায়।
মম দোদুল্যমান চিত্ত, সত্যের সন্ধানে,
দিবানিশি প্রাণপণ করছি লড়াই,
তবুও সত্য অধরাই রয়ে গেলো।