
আসন্ন দুর্ভিক্ষ
– নূরুল ইসলাম বিপিএম
ঐযে বরণীয় যারা স্মরণীয় যারা
মেতে উঠেছে তারাই যুদ্ধে,
অসহায় মানুষ নিরুপায়
নিপতিত হবে নাকি তারা দূর্ভিক্ষে!
দূর্ভিক্ষের করাল গ্রাসে
ছিন্নভিন্ন হয়ে যায় দেহমন,
দূর্ভিক্ষ হয়ে আসে যদি মৃত্যুদূত
বিনাশিবে অকাতরে লক্ষ প্রাণ!
তাতে মাথা ব্যথা নেইকো তাদের
ক্ষমতার দম্ভ তারও চেয়ে বড়,
মানুষের জন্য নয়কো ওরা নিবেদিত
তবুও ওদের মহামানুষ বলতেই পারো!
যেন ওরাই মানুষের ত্রাণকর্তা
ওদের নিয়মেই পৃথিবীর সবকিছু চলে,
কার সাধ্য কোথায় আছে
ওদের বিরুদ্ধে লড়ে-কথা বলে!
ওহে মানুষ সম্বিত যদি ফিরে আসে
তবে নিজের ভাগ্য নিজেই গড়ো,
সঞ্চয় করো মিতব্যয়ী হও
আসন্ন দূর্ভিক্ষ নিজেই মোকাবেলা করো।
পরমুখাপেক্ষী জীবন লতা-পাতার মতো
পরগাছা সম হয়ে বাঁচে,
কী আছে তাতে জীবনের স্বার্থকতা
বিদ্রুপ উপহাস সে ভাগ্যে জোটে!
এখনি সময় সচেতন হও
করতেই হবে এ দূর্ভিক্ষ মোকাবেলা,
লাখো কোটি প্রাণ বাঁচিবে তবেই
সে লক্ষ্যে করো কাজ-করো না হেলা।