
সবকিছুতেই রয়েছে গোলোক ধাঁধা
-নূরুল ইসলাম বিপিএম
শব্দ ছন্দ বিবেচনায় ভালো-মন্দ
সাহিত্য ধর্ম বিজ্ঞান
দর্শনতত্ত্বের অভিধায় সুখের বাসনা
আনন্দ-নিরানন্দ চুলচেরা বিশ্লেষণ!
পক্ষে-বিপক্ষে তুমুল তর্ক-বিতর্ক
কে জিতে যায় কে-কাকে হারায়,
কোথাও দেখিনি তার শেষ সমাধান!
বিশেষজ্ঞ যারে বলি কতটুকু সেই বিজ্ঞজন,
অজ্ঞতায় পরিপূর্ণ কেহ কেহ
তাও তো দেখেনি আমার দু’নয়ন!
নয়নের পাতায় পলক পড়ে মূহুর্মুহু
নয়নকে সে দেয় না কখনও ছাড়,
পলকহীন নয়ন তবুও ব্যথায় কাঁদে
নয়নের পাতাযে তার শান্তির আধার!
মহাবিশ্বের কে তুচ্ছ কে কতটা বড়
পরিমাপের সে বাটখারাটা কার আবিষ্কার,
হবে বুঝি সেই সব থেকে বুদ্ধিহীন-বোকা
জ্ঞানচর্চায় হতে পারে যার তিরস্কার!
নুড়িপাথরের সমাহারে পর্বতমালা
সিন্ধুতে রয়েছে বিন্দু বিন্দু জল,
বিন্দুকে অবহেলা করে বিশ্বে এমন
কেউ কি আছে বিন্দু ছাড়া সে সচল?
সবকিছুতেই রয়েছে গোলোক ধাঁধা
যুক্তিতে-তর্কে শুধুই গোঁজামিল,
বিশ্বকে চিনতে হলে বিন্দুকে চেনো
বিন্দু থেকেই সিন্ধু-নদে হয়েছে সামিল!