এজি লাভলু:
দেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলম তাঁর প্রকাশিত বহুরূপী দেবশিশু বইয়ের জন্য এ বছর সৈয়দ শামসুল হক শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন।
পুরস্কারের আয়োজক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গীতিকার তৌহিদ- উল ইসলাম পাঠাগারের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নুর মোহাম্মদ মিয়া সব্যসাচী ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ২৭ সেপ্টেম্বর সকাল ১১টায় পাঠাগারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
কবির নামে কুড়িগ্রাম শহরের একটি রাস্তার নামকরণের দাবি তুলে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, সংবাদ সম্মেলনে জানানো হয় , আগামী ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ সৈয়দ শামসুল হকের জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার বিজয়ী লেখকের হাতে তুলে দেওয়া হবে। এ পুরস্কারের আর্থিক মূল্য ২০ হাজার টাকা। কবি সৈয়দ শামসুল হক কালচারাল ক্লাবের সহযোগিতায় গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগার ২০২১ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে।
সংবাদ সম্মেলনে পাঠাগারের সভাপতি বিনোদ চন্দ্র রায় সহ বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।